মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্ঠমী উদযাপন

রাজশাহী

মোঃ রওশন আলম,নওগাঁ: নওগাঁর মান্দায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৭সেপ্টেম্বর) সকালে প্রসাদপুর শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউ মন্দির ও দেলুয়াবাড়ি সার্বজনীন সনাতন সংঘের উদ্যোগে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বেড় হয়।

শোভাযাত্রাটি হাসপাতাল মোড় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রসাদপুর কেন্দ্রীয় মন্দিরে গিয়ে শেষ হয়। উক্ত বর্ণাঢ্য শোভা যাত্রায় সোনাতন ধর্মের নারী পুরুষ অংশ নেন।

প্রসাদপুর শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউ মন্দির পূজা কমিটির সভাপতি বাবু অবনী ভূষণ প্রামানিক এর সভাপতিত্বে এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সে যুক্ত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ এমদাদুল হক চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মান্দা, জনাব মোসাঃ লায়লা আঞ্জুমান বানু উপজেলা নির্বাহী অফিসার, মান্দা, জনাব মোঃ নাজিম উদ্দিন মন্ডল সভাপতি, মান্দা উপজেলা আওয়ামী লীগ, জনাব মোঃ আবুল কালাম আজাদ সহসভাপতি মান্দা উপজেলা আওয়ামী,জনাব এ্যাডঃ নাহিদ মোর্শেদ (বাবু) সাধারণ সম্পাদক মান্দা উপজেলা আওয়ামী লীগ, গৌতম কুমার মহন্ত ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মান্দা, মোছাঃ মাহবুবা সিদ্দিকা রুমা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মান্দা, প্রমুখ।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংশের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত।

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *