স্বদেশ বাণী ডেস্ক: গাড়ি দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে দেখতে গিয়ে ট্রাক চাপায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এমন ঘটনাই ঘটেছে গুয়াতেমালার নাহুয়ালা পৌরসভায়। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন।
স্থানীয় দমকল বাহিনী মুখপাত্র কেছিলো চাকাজ বলেন, গাড়ি দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে দেখতে যাওয়া এক দল লোকের ওপর ট্রাকটি উঠিয়ে দেয়া হয়।
এদিকে এ ঘটনায় শোক প্রকাশ করেছে গুয়াতেমালার প্রেসিডেন্ট জিম্মি মোরালেস। একটি টুইট বার্তায় তিনি লেখেন, আমার আন্তরিক সমবেদনা। এখন ভুক্তভোগী পরিবারদের পূর্ণ সমর্থন দেয়ার জন্য আমরা আমাদের প্রতিক্রিয়ার সমন্বয় করছি।
এ দুর্ঘটনাকে সাম্প্রতিক সময়ে গুয়াতেমালায় ঘটা সড়ক দুর্ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ হিসেবে দেখা হচ্ছে। ২০১৩ সালে গুয়াতেমালায় একটি বাস খাদে পড়ে প্রায় ৪৩ জন নিহত হয়েছিলেন।