বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় স্বর্ণের দোকানে দেয়াল কেটে লক্ষাধিক টাকার স্বর্ণালংকার চুরি। রোববার রাতে উপজেলার তমালতলা বাজারে অঞ্জলি জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। জুয়েলার্সের মালিক শ্রী বিপ্লব কুমার দাস বিপু দাবি করেন, চোর সিদ কেটে দোকানে ঢুকে লকার ভেঙ্গে নগদ টাকাসহ দেড় লাখ টাকার স্বর্ণালংকার চুরি করে।
এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম শেখ পিপিএম বলেন, স্বর্ণের দোকানে চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই ব্যবসায়ী অভিযোগ করলে নিয়মিত মামলা হবে।