স্বদেশ বাণী ডেস্ক: বলিউডের সেক্সসিম্বল অভিনেত্রী উর্বশী রাউতেলা বর্তমানে ব্যস্ত রয়েছেন বেশ কিছু ছবির কাজ নিয়ে। এর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এ নায়িকা। হরহামেশাই তিনি নতুন কিছু পোস্ট করে থাকেন এ মাধ্যমে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি অন্যরকম একটি পোস্ট করলেন তিনি।
ইনস্টাগ্রামে এমন একটি ছবি শেয়ার করেছেন উর্বশী, যেটা দেখে ভক্তরা হয়েছেন শিহরিত। কেননা ছবিটি ছিলো স্নানের। ছবিটিতে দেখা যায়, উর্বশী শাওয়ারের তলায় দাঁড়িয়ে আছেন। আর শরীর বেয়ে টুপ টুপ করে গড়িয়ে পড়ছে পানি। সেই পানিতে উর্বশী শিতল হলেও তার উত্তাপ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে।। নিজেকে আলোচনায় রাখতেই এবার গোসলের ছবি পোস্ট দিয়েছেন বলে এই অভিনেত্রীকে নিয়ে মন্তব্য করছেন অনেকেই। ভক্তরা করছেন তার রূপের প্রশংসাও।
বর্তমানে জন আব্রাহামের সঙ্গে পাগলপন্তি ছবির শুটিং করছেন উর্বশী। ২০১৯-এ মুক্তি পাবে সেই ছবি। এর আগে ‘হেট স্টোরি ৪’ ছবিতে তাকে দেখা গিয়েছিল। করণ ওয়াহি ও ভিভান ভাতেনার সঙ্গে অভিনয় করেছেন তিনি।