‘আল জাজিরার প্রতিবেদন দেশ বিরোধী ষড়যন্ত্রের নির্লজ্জ বহিঃপ্রকাশ’

জাতীয়

স্বদেশবাণী ডেস্ক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, জনবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আল জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন ও ষড়যন্ত্রের অংশ।

আজ এক বিবৃতিতে এই প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়ে আমির হোসেন আমু বলেন, করোনা সংকট মোকাবেলায় সরকারের সাফল্য, পদ্মাসেতুসহ মেগা প্রকল্পগুলো যখন দৃশ্যমান, উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে বঙ্গবন্ধু কন্যার মানবিক ও আদর্শিক নেতৃত্ব যখন বিশ্বব্যাপি প্রশংসিত ঠিক সেই মুহূর্তে এমন প্রতিবেদন দেশ বিরোধী ও প্রতিহিংসামূলক ষড়যন্ত্রের রাজনীতির নির্লজ্জ বহিঃপ্রকাশ।

তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে যারা বাঁকা পথে ক্ষমতায় যাওয়ার দু:স্বপ্ন দেখছে, এই অপপ্রচার সেই স্বাধীনতা বিরোধী অপশক্তি ও তাদের পৃষ্ঠপোষকদের ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। বিদেশে বসে যারা দেশ বিরোধী অপপ্রচার করছে এবং উস্কানি দিচ্ছে আল জাজিরার প্রতিবেদনে, সেই অশুভ চক্রের যোগসাজশ রয়েছে উল্লেখ করে আমির হোসেন আমু বলেন, এই প্রতিবেদন বিদেশ ভিত্তিক আরেকটি ষড়যন্ত্র।
আওয়ামী লীগ নেতা দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহবান জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *