স্বদেশবাণী ডেস্ক: দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরে গিয়ে করোনাকালীন ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকেন টাইগাররা।
গত বুধবার কোয়ারেন্টিনের বন্দিদশা থেকে মুক্ত বাতাসে বের হন মুশফিক-তামিমরা।
সেই আনন্দেই হয়তো নিউজিল্যান্ডের হাঁসকে খাবার দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তার সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড দিতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
বৃহস্পতিবার দুপুর ১টা ৮ মিনিটে আপলোড করা সেই ভিডিওটিতে শুক্রবার রাত ৯টার মধ্যে দুই লাখ ১৩ হাজার মানুষ লাইক দিয়েছেন। আড়াই হাজার মানুষ শেয়ার করেছেন, মন্তব্য করেছেন সাড়ে পাঁচ হাজার ফেসবুক ব্যবহারকারী।
আগামী ২০ মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের মধ্য দিয়ে সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে টাইগারদের। সফরের শেষদিকে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।