স্টাফ রিপোর্টার: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার রাজশাহী মহানগর সহ আশেপাশের উপজেলায় পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। বাদ মাগরিব থেকে বিভিন্ন মসজিদ ও পাড়া মহাল্লায় চলছে মিলাদ ও দোয়া মাহফিল। মিলাদ মাহফিলে নামাজ, রোজা ও শবে বরাতের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।
এশার নামাজের পর থেকে ইবাদত-বন্দেগী, জিকির-আসকার, নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, মা-বাবা ও আত্মীয়-স্বজদের কবর জিয়ারত প্রভৃতি নফল ইবাদতের মধ্যে নগরীসহ বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মুসলমানরা মহিমান্বিত ভাগ্যরজনী যাপন করছেন।
এদিকে নগরীর ২০নং ওয়ার্ডে বেলদারপাড়া যুব সংঘ’ র উদ্যোগে প্রতি বছরের মত এবারো দিনব্যাপী কোরআন তিলাওয়াত, হামদ, নাত, জিকির, মিলাদ, কিয়াম ও বিশেষ দোয়ার আয়োজন ও সিন্নি বিতরণ করা হয়।
এছাড়াও রাতব্যাপী কবর জিয়ারতে সুবিধার জন্য রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে হেতমখাঁ, গৌরহাঙ্গা, সপুরা ও টিকাপাড়াসহ মহানগরীর প্রতিটি কবরস্থানে আলোর বিশেষ ব্যবস্থা করা হয়েছে। হযরত শাহ মখদুম (রহ.) দরগা শরীফে ফজর নামাজের বিশাল জামাত অনুষ্ঠিত হবে।
স্ব:বা/না