কেশবপুর উপজেলার ২৫ হাজার ৬ শত ৫১ পরিবারের মাঝে সরকারি সহায়তা বিতরণ শুরু

জাতীয়

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলায় সহায়তাকরোনাকালে পবিত্র ঈদুল ফিতরের আগে অসহায় ও হতদরিদ্র ২৫ হাজার ৬শত ৫১ পরিবার পাচ্ছেন সরকারি মানবিক সহায়তা। এর মধ্যে ৫শ টাকা করে ত্রাণ হিসেবে ৫ হাজার ৯শ’ পরিবারকে দেওয়া হবে সরকারি সহায়তা। অপরদিকে ১৯ হাজার ৭শ’ ৫০ পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় ৪শ’ ৫০ টাকা করে নগদ দেওয়া শুরু হয়েছে।

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বৃহ¯পতিবার দুপুরে গৌরিঘোনা ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, ট্যাগ অফিসার ও সহকারী শিক্ষা অফিসার প্রবীর মিত্র, ইউনিয়ন পরিষদের সচিব ক্ষীতিশ চন্দ্র সরকারসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, কেশবপুর পৌরসভা ও ১১টি ইউনিয়নে সরকারি ত্রাণ এবং ভিজিএফ কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ করার লক্ষে অসহায় ও হতদরিদ্রদের তালিকা স¤পন্ন হয়েছে। এর মধ্যে কেশবপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে সরকারি ত্রাণ হিসেবে ৪শ’ পরিবারকে দেওয়া হবে ২ লাখ টাকা। এছাড়া ভিজিএফ কর্মসূচির আওতায় ৪ হাজার ৬শ’ ২১ পরিবারকে দেওয়া হচ্ছে ২০ লাখ ৭৯ হাজার ৪শ’ ৫০ টাকা।

এদিকে, কেশবপুরের ১১টি ইউনিয়নের ৫ হাজার ৫শ’ পরিবারকে সরকারি ত্রাণ হিসেবে ২৭ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হবে। প্রত্যেকটি ইউনিয়নের ৫শ পরিবার পাবে ৫শ টাকা করে। এছাড়া ১১টি ইউনিয়নের ১৫ হাজার ১শ’ ৩০ পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় দেওয়া হবে ৬৮ লাখ ৮ হাজার ৫শ’ টাকা। এর মধ্যে উপজেলার ১ নম্বর ত্রিমোহিনী ইউনিয়নের ৯৬৬টি, ২ নম্বর সাগরদাঁড়ি ইউনিয়নে ২ হাজার ৩টি, ৩ নম্বর মজিদপুর ইউনিয়নে ১ হাজার ৫শ’ ৮৫টি, ৪ নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়নে ১ হাজার ১শ’ ৯৯টি, ৫ নম্বর মঙ্গলকোট ইউনিয়নে ১ হাজার ৫শ’ ২৪টি, ৬ নম্বর কেশবপুর ইউনিয়নে ১ হাজার ৩শ’ ৬৭টি, ৭ নম্বর পাঁজিয়া ইউনিয়নে ১ হাজার ৬শ’ ৫টি, ৮ নম্বর সুফলাকাটি ইউনিয়নে ১ হাজার ১শ’ ৪৯টি, ৯ নম্বর গৌরিঘোনা ইউনিয়নে ১ হাজার ৪শ’ ৯টি, ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়নে ১ হাজার ২শ’ ৫৫টি ও ১১ নম্বর হাসানপুর ইউনিয়নে ১ হাজার ৬৮টি অসহায় ও হতদরিদ্র পরিবার পাবে ৪শ ৫০টাকা করে।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, প্রতিটি ইউনিয়নের দায়িত্বে থাকা ট্যাগ অফিসারের উপস্থিতিতে সরকারি ত্রাণ ও ভিজিএফ কর্মসূচির আওতায় থাকা তালিকাভুক্ত অসহায় এবং হতিদরিদ্র পরিবারকে নগদ অর্থ দেওয়া হবে। বৃহ¯পতিবার ইউনিয়ন পর্যায়ে সর্বপ্রথম গৌরিঘোনা ইউনিয়ন থেকে দেওয়া শুরু করা হয়েছে। ঈদের আগেই তালিকাভুক্ত সকল পরিবারের মাঝে সরকারি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *