বাঘায় উপজেলা সদরে দিন দুপুরে ভাড়া বাড়িতে চুরি!

রাজশাহী লীড

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় উপজেলা সদরে দিন দুপুরে ভাড়া বাড়িতে চুরির ঘটনা ঘটেছে । বৃহসপতিবার (২৭-৬-১৯) দুপুরে হেজভল্ড এর তালা কেটে উপজেলা সদরে জিএম ভবনের দ্বিতীয় তলার দুইটি ভাড়া বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘটনার সময় দুই বাসার কোন লোকজন ছিলেননা। এ ঘটনায় পলাশ বাদি হয়ে বাঘা থানায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ করেছেন।

পুলিশ জানায়, পলাশ পেশায় একজন সরকারি চাকরিজীবি। মশিউর রহমান রাসেল নামের আরেকজন কেবল নেটওয়ার্কে কাজ করেন। তারা দু’জনই উপজেলার সদর এলাকার মুনজুরুল এর জিএম ভবনে ভাড়া থাকেন। পেশাগত দায়িত্ব পালনে সকালে তালা লাগিয়ে অফিসে যান পলাশ। চিকিৎসার কারণে তার স্ত্রী রাজশাহীতে শ্বশুর বাড়িতে ছিলো। বেলা ২টায় বাসায় ফিরে হেজভল্ড এর তালা কাটা দেখেন। ভেতরে প্রবেশ করে দেখেন ড্রয়ারে রক্ষিত বিশ হাজার টাকা ও ১ভরি ওজনের সোনার চেইন নাই। রাসেলের বাসায় কেউ ছিলোনা।

সরেজমিন পরিদরর্শনকালে রাসেলের স্ত্রী জাকিয়া সুলতানা টুম্পা জানান, সপ্তাহ খানেক আগে তার স্বামী চিকিৎসার জন্য ভারতে গিয়েছেন। রমজানের শেষ সপ্তাহে বাবার বাড়িতে গিয়ে সেখানেই ছিলেন। মোবাইল ফোনে পাশের বাসার লোকজনের মাধ্যমে চুরির খবর পেয়ে ভাড়া বাসায় এসেছেন। তার দাবি,নগদ টাকাসহ দেড়ভরি ওজনের স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে। সেগুলো ড্রয়ারে রক্ষিত ছিল।

বাঘা থানার উপ-পরিদর্শক এসআই মুনসুর রহমান জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে চুরির রহস্য উদঘটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *