কেশবপুরে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

জাতীয়

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বঙ্গবন্ধুর মোরালে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, শিশু একাডেমীর আয়োজনে বিভিন্ন প্রকার প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ, যুবঋণের চেক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, পৌর মেয়র রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন, ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার শিকদার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ঋতুরাজ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রিজিবুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, পৌর কাউন্সিলর জি এম কবির হোসেন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ আবুল কালাম আজাদ।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পরিচালনায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।

এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজেন স্ব স্ব ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচী পালিতে হয়েছে।  পৌরসভার ৯টি ওয়ার্ডে শোক দিবসের কর্মসূচী পরিদর্শন করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *