পাকিস্তানের ৩ যুদ্ধজাহাজ ইরানের বন্দরে

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক: ইরানের বন্দর আব্বাসে রোববার তিনটি যুদ্ধজাহাজ নিয়ে পৌঁছেছে পাকিস্তানের একটি নৌবহর।

সেখানে চার দিনের সফরে আসা পাকিস্তানের নৌবহরকে স্বাগত জানান ইরানের ফার্স্ট নেভাল ডিস্ট্রিক্টের কমান্ডার। রোববার সকালে বন্দর আব্বাসে পাকিস্তানের নৌবহরটি নোঙ্গর ফেলে। খবর তাসনিম নিউজের।

তেহরান এবং ইসলামাবাদের মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্য নিয়ে পাকিস্তানি নৌবহর ইরানের বন্দরে ভিড়েছে। চলতি বছরে এ নিয়ে দুই দফা পাকিস্তানের নৌবহর ইরান সফর করল।

ইরানি নৌবাহিনীর ফার্স্ট ডিস্ট্রিক্টের ডেপুটি কমান্ডার ক্যাপ্টেন কাদের ওয়াজিফে বলেন, ইরান ও পাকিস্তানের নৌবাহিনীর সফর বিনিময় দু’দেশের কৌশলগত সম্পর্ককে আরও গভীর করবেন। তিনি আশা করেন, দু দেশের মধ্যে এমন সফর বিনিময় অব্যাহত থাকবে।

কাদের ওয়াজিফে বলেন, ইরান ও পাকিস্তানের নৌবাহিনীর এ ধরনের সফরের মাধ্যমে আঞ্চলিক বিশেষ করে বন্ধুত্বপূর্ণ, ভ্রাতৃসুলভ ও মুসলিম দেশগুলো তাদের নিজেদের অঞ্চলকে নিজেরা সামলে রাখতে সক্ষম। ফলে হরমুজ প্রণালী, পারস্য উপসাগর এবং ওমান সাগরে বিদেশি সেনা উপস্থিতির কোন প্রয়োজন নেই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *