কাশ্মীরে ফের গোলাগুলি, ৫ জইশ সদস্য নিহতের দাবি

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতশাসিত জম্মু-কাশ্মীরে গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। নিহতরা সবাই জইশ-ই-মোহাম্মদের সদস্য বলে দাবি করেছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা।

শনিবার সন্ধ্যার দিকে কাশ্মীরের পুলওয়ামা এবং বুদগাম জেলায় এই গোলাগুলির ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

রোববার কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক ভিজে কুমার এই ঘটনাকে বড় মাইলফলক হিসেবে অ্যাখা দিয়েছেন।

টুইটবার্তায় স্থানীয় পুলিশ জানিয়েছে, ১২ ঘণ্টার অভিযানে পাকিস্তানের মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী এলইটি এবং জেইএম-এর পাঁচ সদস্য ঘটনাস্থলেই মারা গেছে। এরমধ্যে জইশ ই মুহাম্মেদর জাহিদ ওয়ানি নিহত হয়’।

একে বড় সাফল্য বলে দাবি করেছে পুলিশ। বুদগাম জেলার চর-ই-শরিফ এলাকায় অপর বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে রাইফেল।

প্রসঙ্গত জাহিদ ওয়ানি লেতপুরা বিস্ফোরণের ঘটনায় অন্যতম অভিযুক্ত। ওই বিস্ফোরণে ৪০ জন সিআরপিএফ জওয়ান মারা যান। ঘটনার পর থেকে তাঁকে খুঁজছিল ভারতীয় পুলিশ।

স্ব.বা/ রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *