বিয়ের ১৬ দিন পর ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাতীয়

স্বদেশ বাণী ডেস্ক: নওগাঁর আত্রাইয়ে বিয়ের ১৬ দিন পর শোবার ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন- সুদরানা গ্রামের সাইফুল সরদারের ছেলে মাসুম আলী সরদার (২১) ও তার স্ত্রী লিমা খাতুর (১৯)। ৩ জুলাই পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। লিমার বাবাবাড়ি কুষ্টিয়া জেলায় বলে জানা গেছে।

আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান জাগো নিউজকে বলেন, মাসুম ও তার স্ত্রী লিমা খাতুন প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে খাবার শেষে নিজের ঘরে ঘুমাতে যান। বুধবার সকাল হলেও তারা ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দুজনের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে মান অভিমান থেকেই তারা আত্মহত্যা করেছে।

স্ব.বা/ রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *