সৌদি খেজুরের বাগান করে সফল ইঞ্জিনিয়ার জামাল

জাতীয়

স্বদেশ বাণী ডেস্ক: ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের নিখোঁরহাটি গ্রামের ইঞ্জিনিয়ার মো. জামাল মুন্সি বাড়ির পাশে ৫৪ শতাংশ জমিতে সৌদিআরবের খেজুর গাছের চারা রোপণ করে সফলতা পেয়েছেন। গত বছর থেকে খেজুর গাছগুলোতে পর্যাপ্ত খেজুর ধরতে শুরু করেছে।

খুবই সুস্বাদু, মিষ্টি ও উন্নত জাতের খেজুরগুলো দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ছুটে আসছেন।

এছাড়া এই জমিতে ড্রাগন ফলের বাগান করা হয়েছে। কয়েক বছর ধরে বাগানের ড্রাগন ফল বিক্রি করে প্রচুর লাভবান হয়েছেন বাগানের মালিক ইঞ্জিনিয়ার জামাল মুন্সি। সৌদি খেজুরের বাগান করেও তিনি আশার আলো দেখতে পাচ্ছেন।

বাগানের মালিক ইঞ্জিনিয়ার মো. জামাল মুন্সি বলেন, আমার গ্রামের বাড়ির পাশে একটি জমিতে কয়েক বছর আগে প্রথমে ড্রাগন ফল গাছের চারা রোপণ করি। এরপর সৌদিআরবের কয়েকটি উন্নত জাতের খেজুর গাছের চারা রোপণ করি। আমি ড্রাগন ফল বিক্রি করে প্রচুর লাভবান হয়েছি। গত বছর থেকে খেজুর গাছে খেজুর ধরতে শুরু করেছে। খেজুরের মান ও ফলন খুবই ভালো হয়েছে। আশা করছি খেজুর বিক্রি করেও আমি লাভবান হতে পারব। আমি এলাকায় এ ধরনের আরও কয়েকটি বাগান করার সিদ্ধান্ত নিয়েছি।

স্ব.বা/ রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *