“‘টাউট-বাটপারদের’ পরামর্শে পরিষদ চালানোর অভিযোগ কাদের মির্জার”

জাতীয়

স্বদেশ বাণী ডেস্ক: নিজের অনুসারী এক ইউপি চেয়ারম্যান টাউট-বাটপারদের পরামর্শে পরিষদ চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। রোববার (২৪ জুলাই) দুপুরে মুছাপুর ইউনিয়ন পরিষদে জবাবদিহিতার উন্মুক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কাদের মির্জা বলেন, দলীয় কর্মকাণ্ড ও দলের লোকজনকে বাদ দিয়ে চেয়ারম্যান আইয়ুব আলী টাউট-বাটপারদের পরামর্শ নিয়ে পরিষদ চালাচ্ছেন। সময় এলে ‘দজ্জা টোয়াই হাইতেন ন’ (দরজা খুঁজে পাবেন না), ধ্বংস হয়ে যাবেন।

আইয়ুব আলীকে উদ্দেশ করে তিনি বলেন, নৌকা না পেলেও দলের সমর্থন নিয়ে আপনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দলের বাইরে আপনি কিছুই না। বিভিন্ন জায়গায় তদবির করেন সেটাও দলের প্রভাবে। তবুও দলকে অবহেলা করলে ভবিষ্যতে পস্তাবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভিযুক্ত চেয়ারম্যান মো. আইয়ুব আলী। তিনি গত ৭ ফেব্রুয়ারি ইউপি নির্বাচনে মেয়র কাদের মির্জার সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

শপথ নেওয়ার চার মাসের কর্মকাণ্ড নিয়ে জবাবদিহিতার উন্মুক্ত আলোচনার আয়োজন করেন চেয়ারম্যান আইয়ুব আলী। এতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সহযোগিতায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের ফিরিস্তি তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে এলাকায় চুরি, ছিনতাই, ইভটিজিং, ইয়াবা, হেরোইন, আইস সেবনসহ নারী নির্যাতন বৃদ্ধির নানা অভিযোগ তুলে ধরা হয়। এছাড়া কিশোর গ্যাং সদস্যদের যন্ত্রণায় সাধারণ মানুষ অতিষ্ঠ বলেও অভিযোগ করা হয়।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক একরামুল হক মিয়া, মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন বাবর, সাধারণ সম্পাদক শেখ ফরিদ, ইউনিয়ন পরিষদের সচিব আবদুল গফুর, ইউপি সদস্য আহছান উল্যাহ ভূট্টো, আবদুর রহিম বাবুল প্রমুখ।

গত ৭ ফেব্রুয়ারি ইউপি নির্বাচনে কোম্পানীগঞ্জের আট ইউনিয়নের মধ্যে কাদের মির্জা সমর্থিত তিনজন, উপজেলা আওয়ামী লীগ সমর্থিত চারজন ও জামায়াত সমর্থিত একজন চেয়ারম্যান নির্বাচিত হন।

এর আগে গত ১৭ মাস সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজ এলাকায় তার ছোট ভাই বসুরহাটের মেয়র কাদের মির্জার সঙ্গে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের বিরোধ চলে আসছে। তাদের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক সাংবাদিকসহ দুজনের মৃত্যু হয়েছে।
স্ব.বা/ রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *