‘কাকা আর ফোন করে বলবে না মনির চলে আসো’

বিনোদন

বিনোদন ডেস্ক: প্রিয় গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুর সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়েন মনির খান ।কিংবদন্তি গীতিকার, সুরকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার। তার হঠাৎ মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে গুণী এই ব্যক্তিকে হারিয়ে শোক-শ্রদ্ধা প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের সবাই।

অনেকে ছুটে এসেছেন গাজী মাজহারুল আনোয়ারের বারিধারার বাসায়, তার পরিবারের সদস্যদের সান্ত¡না দিচ্ছেন। মৃত্যুর খবর শুনেই ছুটে আসেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। তিনি সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ছিলেন গাজী মাজহারুল আনোয়ারের বাসায়। বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমের মুখোমুখি হন।

এ সময় কান্নায় ভেঙে পড়েন মনির খান, কথাই বলতে পারছিলেন না। কাঁদতে কাঁদতে বলেন, ‘এই জাতি হারালো তার অমূল্য সম্পদ, আমি হারালাম আমার গানের এক অভিভাবক শ্রদ্ধেয় কাকাকে। কাকার সঙ্গে দেখা হলে বা ফোন করে বলবে না মনির চলে আসো, বসবো নতুন গান নিয়ে। কাকা আপনি বেঁচে থাকবেন সবার মাঝে আপনার গান এবং চলচ্চিত্রের মাধ্যমে।’

রোববার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পথে মারা যান গাজী মাজহারুল আনোয়ার।

গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে ২১ বছর বয়সে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন তিনি।

পাশাপাশি তিনি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন। গাজী মাজহারুল আনোয়ার প্রথম চলচ্চিত্রের জন্য গান লেখেন ১৯৬৭ সালে। ওই চলচ্চিত্রের নাম ছিল ‘আয়না ও অবশিষ্ট’।

১৯৬৭ সালে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও গান লেখাতেও দক্ষতা দেখান তিনি। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘নান্টু ঘটক’ মুক্তি পায় ১৯৮২ সালে। তিনি মোট ৪১টি চলচ্চিত্র পরিচালনা করেছেন।

স্ব.বা/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *