রাজশাহীতে সিডো ও প্রতিবেদন তৈরি বিষয়ক সভা অনুষ্ঠিত

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সিডও কমিটির সমাপনী মন্তব্য (২০১৬) বাস্তবায়ন পর্যালোচনা ও নাগরিক সমাজের উদ্যোগে সিডো ও প্রতিবেদন তৈরি বিষয়ক পরামর্শ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় মাস্টার শেফ কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায় ।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৌশিক আহমেদ সহকারি কমিশনার রাজশাহী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি। দৈনিক সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবরুল হাসান মিলাদ, আইন ও শালিস, কেন্দ্রের প্রতিনিধি রাশেদ রিপন, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফয়েজুল্লাহ চৌধুরী, ব্লাস্টের সমন্বয়কারী অ্যাডভোকেট সামিনা বেগম উপস্থিত ছিলেন।

আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় সমন্বয়কারী,অ্যাডভোকেট দিল সেতারা চুনি, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার প্যানেল অ্যাডভোকেট বিশ্বজিৎ বিশ্বাস শোভন, প্রতিবন্ধী নারী ফিরোজা আক্তার সীমা, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সিদ্দিকা।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্র কমিটির যুগ্ম -সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহেনা বেগম, কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম। দলীয় কার্যক্রম পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা গোস্বামী ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন।

সভায় বিভিন্ন পেশার প্রতিনিধি ও বাংলাদেশ মহিলা পরিষদের তৃণমূল ও পাড়া কমিটির সংগঠক বৃন্দ উপস্থিত ছিলেন।

স্ব.বা/ম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *