বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহী লীড

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার হরিপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার ভূমিকা অপরিসীম। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এশিয়ার মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে। দেশের উন্নয়ন ধরে রাখতে এক ইঞ্চিও জমি পতিত না রাখার পরামর্শ দেন প্রতিমন্ত্রী।

এ সময় তিনি বলেন, বহির্বিশ্বেও দ্রব্যমূল্যর দাম বৃদ্ধি পেয়েছে। সেই তুলনায় বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম বাড়েনি দাবি করে প্রতিমন্ত্রী বলেন,যদিও দাম বাড়ে তাহলে ধৈর্য্যর সাথে মোকাবেলা করতে হবে। কারণ কুচক্রী একটি মহল এসব নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সোচ্চার হতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, যারা দূর্নীতি করবে তাদের কোন ছাড় দেওয়া হবে না।

শুক্রবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় হরিপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আতাহার আলীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মাহাবুবুর রহমানের পরিচালনায় নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকাররি কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আল ফর রহমান, আড়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক, আড়ানী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পি। উপস্থিত ছিলেন,দলীয় নের্তৃবৃন্দ।

এইদিন জুম্মার নামাজ পরে বাঘা শাহী মসজিদের ওজু খানা উদ্বোধন এবং সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড মরহুম আবদুল খালেকের দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *