হাসমাবেশে এসেছেন প্রতিবন্ধী ব্যক্তিরাও

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: যুব মহাসমাবেশে যোগ দিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন প্রতিবন্ধী ব্যক্তিরাও। নিজেদের দাবির বিষয়ে সমর্থন ও সহযোগিতা পাওয়ার আশায় মহাসমাবেশে যোগ দিয়েছেন তারা। মহাসমাবেশে আসা জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সদস্যরা এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে  নিউজকে এসব কথা বলেন তারা।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সদস্য মো. সামির হোসেন বলেন, প্রতিবন্ধীদের পক্ষ থেকে আমরা সমাবেশে এসেছি। প্রধানমন্ত্রীর সমাবেশে আমাদের দাবিগুলো বলার যেন সুযোগ করে দেওয়া হয়।

সংগঠনটির হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোসাইদ মিয়া বলেন, আমরা প্রতিবন্ধীরা যুবলীগের সমাবেশে এসেছি প্রধানমন্ত্রী কী বলেন তা শোনার জন্য।

১১ নভেম্বর আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবর্ষিকী। ১৯৭২ সালের এই দিনে দেশের প্রথম ও সর্ববৃহৎ এ যুব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রথিতযশা সাংবাদিক শেখ ফজলুল হক মনি এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। গত প্রায় পাঁচ দশক ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।

স্ব.বা/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *