বিনোদন ডেস্ক: একটু পরেই বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে রাত ৯টায় শুরু হবে ফাইনাল। তার আগে অনুষ্ঠিত হলো সমাপনী অনুষ্ঠান। এতে বলিউড তারকা নোরা ফাতেহি ‘লাইট দ্য স্কাই’ গানে নেচে দর্শক মাতিয়েছেন। তার সঙ্গে মঞ্চে ছিলেন বালকিস, রহমা রিয়াদ ও মানাল।
অনুষ্ঠানে ‘আ নাইট টু রিমেম্বার’ নামে একটি গানের সংকলন চালানো হয়, যেখানে এই বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলো ভিডিওর সাহায্যে দেখানো হয়। মার্কিন গায়ক ডেভিডো ও আয়েশা বিশ্বকাপের থিম সং ‘হায়া হায়া’ পরিবেশন করেন। এরপর বিশ্বকাপের আর একটি গান ‘আর্বো’ পরিবেশনা করেন ওজুনা ও গিমস।
স্ব.বা/বা