আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মহাজোট থেকে জাতীয় পার্টি নির্বাচনে অংশ গ্রহণ করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
মঙ্গলবার বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে তিনি জোটবদ্ধভাবে নির্বাচনের ঘোষণা দেন।
রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি মহাজোটে থেকেই নির্বাচনে অংশ নেবে।
আলোচনার মধ্য দিয়ে আওয়ামী লীগের কাছ থেকে প্রত্যাশিত সংখ্যক আসন পাওয়ার আশাও করেছেন দলটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
উল্লেখ্য, দশম সংসদ নির্বাচন এইচ এম এরশাদের দল আলাদাভাবে অংশ নিলেও ২০০৮ সালের নির্বাচন জোট বেঁধেই করেছিল আওয়ামী লীগ ও জাতীয় পার্টি।