রওশন আলমঃ
নওগাঁর মান্দায় ওয়ারেন্ট ভুক্ত চার আসামীসহ রেগুলার মামলার এক আসামীকে গ্রেফতার করেন মান্দা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন সাদেক আলী, চাঁদ মিয়া,মামুনুর রশিদ, এদের পিতা মৃত জনাব আলী এবং আব্দুল কাদের, পিতা ছইমুদ্দিন সকলেই ভারশোঁ পশ্চিম পাড়ার বাসিন্দা ।
বুধবার রাত দুইটায় অভিযান চালিয়ে এদেরকে আটক করেন, এস আই এমদাদুল হক,রফিকুল ইসলাম,ফইম উদ্দিন ও এ এস আই মতিউর রহমান ।
অপরদিকে জাহাঙ্গীর আলম (২৫) পিতা নাসির উদ্দিন, গ্রাম পাকুড়িয়া শহীদ বাজার থেকে এস আই রফিকুল ইসলাম তাকে আটক করেন।
এ বিষয়ে মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারশোঁর ঘনা থেকে ৪ জন ওয়ারেন্ট ভুক্ত আসামী ও একজন রেগুলার মামলার আসামীকে গ্রেফতার করা হয় এবং তিনি আরও জানান মান্দাকে মাদক মুক্ত করতে রেগুলার অভিযানের পাশাপাশি বিশেষ অভিযান চলমান থাকবে।