তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ও ইউনিয়ন (ইউপির) বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণের সাথে মতবিনিময় সভা করেছেন এমপি ফারুক চৌধুরী। বৃহস্পতিবার সকালের দিকে পাঁচন্দর ইউনিয়ন পরিষদের আয়োজনে কৃঞ্চপুর স্কুল মাঠে চেয়ারম্যান আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ফারুক চৌধুরী।
ইউপির উত্তর শাখার সাধারন সম্পাদক একরামুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ”লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা আ”লীগ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা লীগ সভাপতি সোনিয়া সরদার, ভাইস চেয়ারম্যান কৃষক লীগ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, পাঁচন্দর ইউপির উত্তর শাখার সভাপতি হাজী ইসরাইল হোসেন, চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান ইউপি সভাপতি মজিবর রহমান, তানোর পৌর সম্পাদক আবুল বাসার সুজন, মুন্ডুমালা পৌর সম্পাদক কাউন্সিলর মোহাম্মাদ হোসেন মুন্টু, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, ইউপি সভাপতি মেম্বার আবুল হাসান, মুন্ডুমালা পৌর যুবলীগ সভাপতি আবু রায়হান তপন, সম্পাদক কাউন্সিলর বোরহান উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল ইসলাম, সম্পাদক রামিল হাসান সুইট, ইউপি উত্তর শাখার যুবলীগ সভাপতি কামরুল, সম্পাদক দুলাল, দক্ষিণের সভাপতি জিয়া, ইউপি সেচ্ছাসেবক লীগের সভাপতি রাব্বি আল আমিন প্রমুখ।
এসময় ইউপির নয় ওয়ার্ডের দলীয় নেতাকর্মী ছাড়া বিভিন্ন পেশার কয়েক হাজার জনসাধারণ উপস্থিত ছিলেন।
এদিকে বিকেলের দিকে কলমা ইউনিয়ন পরিষদের আয়োজনে ও পরিষদ চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি। ইউপির পূর্ব শাখার সম্পাদক প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ও পশ্চিমের সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন পূর্বের সভাপতি আব্দুর রহিম, পশ্চিমের সভাপতি প্রধান শিক্ষক মুনসুর রহমান, ইউপি সেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর রেজা প্রমুখ।
এসময় ইউপির বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার জনসাধারণ উপস্থিত ছিলেন।