বাঘায় অগ্নিকান্ডে,ঘর-বাড়ি আসবাব পত্র, নগদ টাকা পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি

রাজশাহী

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় অগ্নিকান্ডে,বাড়ির ৪টি কক্ষসহ আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার (০৯-০২-২০২৪) রাত সাড়ে ৭টায় বাঘা উপজেলার চন্ডিপুর মন্ডলপাড়া গ্রামের শরীফ মন্ডলের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রন করে।

শরীফ মন্ডলের ছেলে আদিব হোসেন জানান, অগ্নিকান্ডের সময় কেই বাড়িতে ছিলনা। পাশের একটি বাড়িতে গোলযোগ শুনে সেখানে গিয়েছিলেন। সেখান থেকেই আগুন জ¦লে উঠতে দেখে বাড়ির লোকজনসহ প্রতিবেশিরা আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে নেয়। এর মধ্যে বাড়ির ৪টি কক্ষের আসবাবপত্র ও ফ্রিজসহ নগদ ২লাখ টাকা, ৪ভরি স্বর্ণালংকার পুড়ে গেছে। মালামাল ক্রয় বিক্রয়ের নগদ ওই টাকা বাড়িতে রেখেছিলেন বলে জানান। অগ্নিকান্ডে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।

বাঘা উপজেলা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, বিদুৎ এর শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বাড়ির আশ পাশে পানির সরবরাহ না পাওয়ায় আগুন নিয়ন্ত্রন করতে প্রায় সোয়া এক ঘন্টা সময় লেগেছে। উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম বলেন, বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। সহযোগিতা চাইলে ব্যবস্থা নেওয়া হবে।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *