মহাদেবপুরে ২’শ বছরের পুরাতন মসজিদের সন্ধান

চারণ সংবাদ

মাহবুবুজ্জামান সেতু, মহাদেবপুর (নওগাঁ): নওগাঁর মহাদেবপুর উপজেলার নিভৃত পল্লী  হাতিমন্ডলা গ্রামে ব্রিটিশ আমলের প্রায় ২০০ বছরের পুরাতন এক মসজিদের সন্ধান মিলেছে। বর্তমানে এ মসজিদটি এক নজর দেখতে সেখানে শত শত মানুষ আগমন করছেন। তাদের ভীড়ে মুখরিত হয়ে উঠেছে অত্র এলাকা ।

স্থানীয়রা জানান, এ পুরাকীর্তি মসজিদটি দীর্ঘদিন ধরে নানা ঝোপ-জঙ্গলে বেষ্টিত হয়ে অযত্ন অবহেলায় অরক্ষিত অবস্থায়  পড়ে ছিলো এবং এর আশেপাশের জমি কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছিলেন অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলিম সমাজের বাসিন্দারা।

সম্প্রতি কবরস্থান সংস্কারের জন্য বন জঙ্গল কেটে পরিষ্কার করতে গেলে এলাকার মুসলিমরা সেই মসজিদের ভিতরে একটি কোরআন শরিফ খুঁজে পান। কোরআন শরিফটিও ২০০ বছরের আগের বলে ধারণা করেন, সেখানকার কিছু ধর্মপ্রাণ মুসলিম,  মাদ্রাসার মৌলভী ও আলেমগণ।

২০০ বছরের আগের পবিত্র কুরআন শরিফটি অক্ষত অবস্থায় সেই মসজিদের ভিতরে রাখা আছে। এ মসজিদের আয়তন অনেক ছোট। তাই মাত্র  ৫/৭ জন লোক এক সাথে সেখানে জামায়াতে নামাজ আদায় করতে পারেন। বর্তমানে এ নামকরণ করা হয়েছে “আলনূর জামে মসজিদ”। পরে এটির দরজায় টিনের বেড়া দেওয়া হয়।

ওই  গ্রামে একই সাদৃশ্য আরও দুইটি স্তম্ভ সহ আশেপাশের কয়েকটি গ্রামে এরকম পুরাকৃর্তীর নিদর্শন দেখা গেছে। প্রাচীন এ মসজিদটি সরকারিভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *