মোহনপুর প্রতিনিধিঃ আসন্ন মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে প্রচারণা চালিয়েছেন ভাইচ চেয়ারম্যান পদ-প্রার্থী হাবিবুর রহমান মিঠু। শুক্রবার (৮ মার্চ) বিকাল ৪ টার দিকে কেশরহাট বাজার থেকে এ মোটরসাইকেল যাত্রা শুরু করে মোহনপুর উপজেলার গুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন গ্রাম ঘুরে সাধারণ মানুষের কাছ থেকে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন তিনি।
এসময় মোহনপুর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান পদ-প্রার্থী হাবিবুর রহমান মিঠু বলেন, আমি মোহনপুর উপজেলার বরিঠা গ্রামের বাসিন্দা কাজী ফজলুর রহমানের ছেলে। বাবার ন্যায় আমিও কাজী পেশার সাথে জড়িত। এছাড়া আমি কেশরহাট বাজার বনিক সমিতির নির্বাচনের মাধ্যমে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছি। বর্তমানে আমি জনগনের সেবার করার লক্ষ্যে মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইচ চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহণ করতে চাচ্ছি। এরই অংশ হিসেবে আমার অর্ধশত কর্মীদের নিয়ে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে মোহনপুর উপজেলার বিভিন্ন স্থান ঘুরে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।