স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ মালিক সমিতির সাধারণ সভা ও নতুন কমিটি গঠন এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৫ এপ্রিল) বিকাল ৩ টার দিকে নগরীর ভদ্রা মোড়ে সাহারা গার্ডেনে সাধারণ সভা ও নতুন কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ ও সদস্যদের সর্বসম্মতিক্রমে রাজশাহী মহানগর স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ মালিক সমিতির সভাপতি হিসেবে মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ শফিকুল ইসলাম (সুমন)কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে।
কমিটি গঠন শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং মোঃ সোহেল রানা ও ইউসুফ আলীর উপস্থাপনায় ইফতার ও দোয়া মাহফিলে রাজশাহী মহানগর স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ মালিক সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।