ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহীতে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী

স্টাফ রিপোর্টার: ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীতে মেডিসিন বিভাগের উদ্যেগে ও সেমিনার কমিটির সার্বিক তত্তাবধানে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। আজ ২৮ এপ্রিল সকালে ডাঃ খালিদ সাইফুল্লাহ এর সঞ্চালনায় সেমিনারের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ ছানাউল হক মিয়া।

Heart Health and Blood Pressure Control in Older Adult হিসেবে সেমিনার পরিবেশনা করেন মেডিসিন বিভাগের রেজিষ্ট্রার ডাঃ সোমা সাহা এবং অনুষ্ঠান পরিচালনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাইন্টিফিক সেমিনার কমিটির চেয়ারম্যান প্রফেসর ডাঃ একেএম গোলাম কিবরিয়া।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ মোঃ খলিলুর রহমান, প্রফেসর ডাঃ সৈয়দ গোলাম কিবরিয়া, প্রফেসর ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক, প্রফেসর ডাঃ একেএম মহিউদ্দিন, প্রফেসর ডাঃ মোঃ লতিফুর রহমান, প্রফেসর ডাঃ অলি আহমেদ, প্রফেসর ডাঃ মোঃ এমদাদুর রহমান, প্রফেসর ডাঃ চিন্ময় কান্তি দাস, প্রফেসর ডাঃ মোসাঃ লায়লা আক্তার, প্রফেসর ডাঃ শাহ মো: বদরুদ্দোজ, প্রফেসর ডাঃ আনজুমান আরা আক্তার, প্রফেসর ডাঃ আব্দুল খালেক, প্রফেসর ডাঃ নাজমা আরা, ডাঃ মোঃ আব্দুর রশিদ, ডাঃ আবেদা খাতুন, ডাঃ মোঃ মফিজুল ইসলাম, ডাঃ মোঃ হারুন-উর-রশীদ সহ প্রমুখ।

ডাঃ সোমা সাহা- বলেন হাইপারটনেশন ( উচ্চ রক্তচাপ) এক নীরব ঘাতক। সারা বশ্বিজুড়ে ১.২৮ বলিযি়ন মানুষ এই অসংক্রামক ব্যাধি এবং এর বভিন্নি জটলিতায় ভুগছ। বাংলাদশে প্রাপ্তবয়স্ক মানুষদরে মধ্যে হাইপারটনেশনরে এর প্রবণতা ২৪.৪%। র্দীঘদনি হাইপারটনেশনে ভুগলে নানারকম মারাত্মক জটলিতা সৃষ্টি হয় যমেন র্হাট অ্যাটাক, র্হাট ফলেইউর, ব্রনে স্ট্রোক, অন্ধত্ব, কডিনী ফলেইউর, ইত্যাদি এমনকি মৃত্যু র্পযন্ত হতে পার।

অনুষ্ঠনের সভাপতি ও কলেজে অধ্যক্ষ উপস্থিত ডাক্তারদের উদ্দেশ্যে বলেন আজকের সেমিনারের মূল বিষয় থেকে যে শিক্ষা আমরা পেলাম বা অবগত হলাম তা সচেতনতার সাথে নিজ নিজ জীবনে বাস্তবায়ন করার আহবান জানান। আগামীতে আরো সুন্দর সুন্দর সেমিনার আয়োজনের সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। সেমিনারে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *