রাজশাহীতে মাত্র দুই কর্মদিবসেই গ্রাহকের মৃত্যু দাবি পরিশোধ করলো আলফা ইসলামী লাইফ ইন্সুইরেন্স 

রাজশাহী
স্টাফ রিপোর্টার: দাবি উত্থাপিত হওয়ার মাত্র ২ কর্মদিবসের মাথায় রাজশাহী অফিসের মৃত গ্রাহক মোসা: চাঁদ সুলতানা এর নমীনী হারুন অর রশীদ এর হাতে মৃত দাবির ৫ লক্ষ ৪০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
২২ মে রাত ৮ টার সময় রাজশাহী নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে আনুষ্ঠানিক ভাবে এটি হস্তান্তর করা হয়।
গ্রাহকের স্বামী হারুন অর রশীদ এর হাতে প্রতীকী চেক তুলে দেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এমপি। ২২ মে প্রতীকী চেক তুলে দেওয়া হলেও ২১ মে বিকেলেই গ্রাহকের ব্যাংক এ্যাকাউন্টে সমপরিমাণ টাকা চলে গেছে বলে নিশ্চিত করেছে মৃত গ্রাহকের নমীনী হারুন অর রশীদ।
তিনি বলেন, সকল ডকুমেন্ট সাবমিট করার পর মাত্র ৩ কার্য দিবসে বীমা দাবির টাকা পাওয়া যায় তার জলন্ত উদাহরণ আমি। আলফা ইসলামী লাইফ ইন্সুইরেন্স এর এতো সুন্দর সেবা পেয়ে সন্তুষ্ট হয়ে সাথে সাথে আমার দুই মেয়ের নামে আরও দুইটি নতুন পলিসি করেছি।
সেলিব্রেশন ও চেক হস্তান্তর অনুষ্ঠানে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স রাজশাহী অফিসের ইনচার্জ আব্দুল্লাহ আল মাহমুদ সুলতান, রাজশাহী স্বনামধন্য অর্থোপেডিক সার্জন ডাক্তার বি.কে দাম, এনএসআই রাজশাহীর যুগ্ন পরিচালক সানোয়ার হোসেন, ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম আলমগীর, আলফার রাজশাহী অফিসের এ্যাসিসটেন্ট সেলস্ ম্যানেজার আসাদুল্লাহ আল গালিব, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর সাবেক জিএম বর্তমান আলফা ইসলামী লাইফ ইন্সুইরেন্স এর ব্রাঞ্চ ম্যানেজার মাহাতাব উদ্দিন, ব্রাঞ্চ ম্যানেজার গোলাম মাওলা শাহীন, গুলজার হোসেন বাচ্চু, মনিরুজ্জামান, আশরাফ হোসেন, রূপালী বাংলাদেশ পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান কামরুজ্জামান বাদশা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একই অনুষ্ঠানে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স রাজশাহী সেলস্ অফিসের ৪০ জনের অধিক কর্মকর্তা যারা কোম্পানি ঘোষিত মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ওমরা ট্যুর কোয়ালিফাই করেছে তাদের সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।  ট্যুর অর্জনকারী কর্মকর্তারা আগামী মাসে মালয়েশিয়া ও সিঙ্গাপুর ভ্রমণ করবেন।
ভিডিও লিংক:  https://youtu.be/2U7hq0Xze2w?si=GCY7nhLSEcyCmsCo
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *