স্টাফ রিপোর্টার: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলায় ভোটগ্রহণ চলছে। সকাল ৮ টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলবে বিকেল ৪ টা পর্যন্ত।
চারঘাট উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটার উপস্থিতি একেবারেই কম। ভোট দেওয়ার ব্যাপারে মানুষের মধ্যে অনিহা লক্ষ্য করা যাচ্ছে। ভোটার উপস্থিতি কম থাকলেও নির্বাচনের পরিবেশ শান্ত রয়েছে।
বাঘা উপজেলায় ভোটের অবস্থা একই রকম। সেখানেও ভোটার উপস্থিতির হার একেবারেই কম বললে চলে। নির্বাচনে এলাকায় সাধারণ ছুটি থাকায় লোকজন বিভিন্ন মোড়ে ও পাড়া মহল্লায় ঘোরাঘুরি করলেও ভোটকেন্দ্রে আসতে দেখা যাচ্ছে না। দুপুর সাড়ে ২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোটার উপস্থিতির হার কেন্দ্রভেদে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট হতে পারে।
এই দুই উপজেলায় মোট চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছে ৫ জন, ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৯ জন রয়েছেন।
চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৩ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৬ জন।
চারঘাট উপজেলার ভোট কেন্দ্রের সংখ্যা ৬৩ টি
ভোট কক্ষের সংখা ৫০৭টি, মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৪০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০ হাজার ৫৮৩ জন ও মহিলা রয়েছেন ৮৯ হাজার ৮১৯ জন।
বাঘা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ২ জন, ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী ৩ জন।
বাঘা উপজেলার ভোট কেন্দ্রের সংখ্যা ৬৯ টি মোট ভোট কক্ষের সংখা ৪৩০ টি মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৬৬৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ৭ জন, এবং নারী ভোটার সংখ্যা ৮২ হাজার ৬৫৬ জন।