তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে স্ত্রীর নগ্ন ছবি ফেসবুক ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ। এমন চাঞ্চল্যকর জঘন্য ঘটনাটি ঘটেছে,মঙ্গলবার(১১জুন) তানোর পৌর এলাকার ঠাকুর পুকুর গ্রামে। গ্রেফতার যুবকের নাম ইমন (২৮)। সে তানোর পৌর এলাকার ঠাকুর পুকুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী আকরাম আলীর পুত্র। স্বামী ইমনের এমন জঘন্য চাঞ্চল্যকর কান্ডে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে কঠোর শাস্তির দাবি।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইমন তার স্ত্রীর বেশকিছু উলঙ্গ নগ্ন ছবি তুলে তার বন্ধুদের ফেসবুক ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেন। এতে করে ইমনের স্ত্রী বিষয়টি বুঝতে পেরে তার স্বামীর মোবাইল ফোন নিয়ে চেক করে দেখতে পান তার নগ্ন ছবি ইমনের বিভিন্ন বন্ধুর ম্যাসেঞ্জারে ছড়িয়ে দিয়েছেন। এতে করে নিজের সম্মান হানী হয়েছে বলে স্বামী ইমনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন স্ত্রী। অভিযোগ পাওয়ার পরে বিশেষ অভিযান চালিয়ে ইমন কে গ্রেফতার করতে সক্ষম হন তানোর থানা পুলিশ। অন্যদিকে হেরোইনের মামলায় এখনো জেল হাজতে রয়েছে ইমনের পিতা মাতা।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, ইমনের স্ত্রী বাদী হয়ে ইমনের বিরুদ্ধে নগ্ন ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ইমনকে গ্রেফতার করা হয়েছে। ইমনের মোবাইল ফোন চেক করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ইমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে পাঠানো হয়েছে।