সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকাডুবিতে নিহত- ২ 

রাজশাহী
মোঃ ইউনুছ আলী, সিরাজগঞ্জ: আজ (৬ জুলাই) শনিবার বেলা ১২ টার দিকে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া গ্রামের জদুর জোলা খেয়া ঘাট সংলগ্ন স্থান থেকে নৌকায়  করে ১০বন্ধু রেশমবাড়ীর উদ্দেশ্যে রওনা দেন,যাওয়ার সময় নৌকা ডুবে তন্ময় (২০) ও সজল (১৮) নামের ২ যুবক মারা গেছে। নিহত তন্ময় পৌর এলাকার দ্বারিয়াপুর গ্রামের তৌহিদের ও সজল একই গ্রামের শাহ আলমের ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, এদিন বেলা ১২ টার দিকে তন্ময়, সজলসহ আরও ৭ বন্ধু যদুর জোলা থেকে ডিঙ্গি নৌকায় রেশমবাড়ির উদ্দেশ্যে যাত্রা করলে ১০ মিনিট পরে নৌকা ডুবে যায়। এ সময় ৭জন সাঁতার কেটে কিনারায় এলেও তন্ময় ও সজল সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। পরে এলাকাবাসী তাদের ২ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসাসেবা দেয়া হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা শংকাজনক।
খবর পেয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো: কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতদের স্বজনদের বাড়িতে চলছে শোকের মাতন।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *