বাঘা(রাজশাহী) প্রতিনিধি: দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার নিমিত্তে ও হামলা ভাচুরের ঘটনা প্রতিরোধে মঙ্গলবার ( ০৬-০৮-২০২৪) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে সভা করেছেন রাজশাহীর দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সায়মুন হোসেন। উপজেলা নির্বাহি কর্মকর্তা তরিকুল ইসলাম সেনা কর্মকর্তার আদেশে এ সভা আহ্বান করেন। সভায় মেজর সায়মুন হোসেন বলেন,সোমবার প্রধান মন্ত্রীর পদত্যাগের পর বিজয় উল্লাস করতে গিয়ে অনেকের বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শান্তির বাংলাদেশ গড়ার বির্নিমানে আর যেন কোন ঘটনা না ঘটে। যদি অতিউৎসাহিত কেউ ঘটনা ঘটালে কাউকে ছাড় না দিয়ে আইনের আওতায় নেওয়া হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। উপস্থিত নের্তৃবৃন্দ জানান আর কোন ঘটনা না ঘটে সেজন্য তারা ভ’মিকা রাখবেন এবং সহযোগিতা করবেন বলে জানান।
উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা কমিটির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন,উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল্লা আল মামুন,উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা পরিষদেও সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, পৌর জামায়াতের আমির সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম,পৌর সভার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক,জাতীয় পার্টির সভাপতি মইদুল ইসলাম,সাধারন সম্পাদক দুলাল হোসেন,আব্দুর রাজ্জাকসহ উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আশাদুজ্জামান,প্রাণী সম্পদ অফিসার ডাঃ আমিনুল ইসলাম,অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম,নাটোর পল্লী বিদুৎ সমিতি-২ এর বাঘা জোনাল অফিসের ডিজিএম সুবীর কুমার দত্তসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান এবং বিএনপি-জামায়াত ও জাতীয় পার্টির নের্তৃবৃন্দ।