দীর্ঘ বছর পর সমিতির সিন্ডিকেট মুক্ত হলো বাঘা সাব রেজিস্ট্রি অফিস,সরকারি নিয়মে চলবে জমি রেজিষ্ট্রি

রাজশাহী লীড

বাঘা(রাজশাহী) প্রতিনিধি: অতীতের রেকর্ড ভেঙে বর্তমানে অন্তবর্তীকালীন সরকারের সময়ে সাব-রেজিষ্ট্রি অফিসে দলিল লেখক সমিতির সিন্ডিকেট ভেঙে দিয়ে সরকারি নিয়মে জমি রেজিষ্ট্রির দলিল সম্পাদনের ঘোষনা দেওয়া হয়েছে। সোমবার(১২ আগষ্ট) দুপুর সাড়ে ১২ টায় সাব রেজিষ্ট্রি অফিসের সামনে উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম, দলিল লেখক সদস্যদের ডেকে নিয়ে এই ঘোষনা দিয়ে বলেন,অতীতে কি হয়েছে না হয়েছে সেটি ভুলে গিয়ে সাধারন মানুষকে জিম্মি না করে সরকারি নিয়মে জমির দলিল সম্পাদন করবেন। সাধারন জনতার উদ্দেশ্য বলেন, সরকারি নিয়মের বাইরে অতিরিক্ত টাকা নিলে তা আমাকে জানাবেন।

ইউএনও তরিকুল ইসলাম জানান, কোন ধরনের চাঁদাবাজি না করার জন্য বর্তমান সরকার ও ছাত্রদের পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে। শুধু এই ম্যাসেজটা পৌঁছে দিলাম। না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া বলে জানান তিনি।
সাব রেজিষ্ট্রার নকিবুল ইসলাম বলেন,সরকারি নির্ধারিত মূল্যে তালিকা অতি সত্তর ঝুলিয়ে দেওয়া হবে। সুদীর্ঘ কয়েক বছর পরে দলিল লেখক সমিতির সিন্ডিকেট মুক্ত হতে পেরে স্বস্তির নিঃস্বাস ফেলেছেন ভুক্তভুগিরা। তবে আগামীতে এটা ধরে রাখা সম্ভব হবে কিনা,এ বিষয়েও প্রশ্ন রেখেছেন অনেকেই। দলিল লেখক (মহরার) মজিবর রহমান জুয়েল জানান, দলিল লেখকদের নিয়ে বৈঠক করে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে।

উপস্থিত ছিলেন-সহকারি কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান,সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল করিমসহ বিএনপির নের্তৃবৃন্দ।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *