স্বদেশ বাণী ডেস্ক: জুলাই এবং আগস্টের প্রথম সপ্তাহে শিক্ষার্থীদের আন্দোলনের সময় হওয়া নৃশংসতার তদন্ত করতে আগামী সপ্তাহে জাতিসঙ্ঘ একটি ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠাচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
জাতিসঙ্ঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বুধবার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে ফোন করে এই পদক্ষেপের ঘোষণা দেন বলে জানানো হয়েছে।
জাতিসঙ্ঘের কর্মকর্তার বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, প্রথমবারের মতো জাতিসঙ্ঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন দেশের ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করতে যাচ্ছে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এমন কোনো নজির নেই।
অন্যদিকে, জাতিসঙ্ঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস আজ বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেন।
পরে তিনি সাংবাদিকদের জানান, আগামী সপ্তাহে তাদের টেকনিক্যাল টিম বাংলাদেশে আসবে।
সূত্র : বিবিসি