৬ দিন কূপে আটকে থাকা যুবক উদ্ধার

আন্তর্জাতিক লীড

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে একটি কূপে পড়ে ছয় দিন ধরে আটকে থাকা এক ব্রিটিশ যুবককে উদ্ধার করা হয়েছে। কুকুরের তাড়া খেয়ে বালির পেকাতো নামের একটি গ্রামে ৪ মিটার গভীর একটি কূপে পড়ে যান ব্রিটিশ যুবক জ্যাকব রবার্ট (২৯)। খবর বিবিসি ও এএফপির।

কূপটিতে পানি না থাকায় সেখানে পড়ে তার পা ভেঙে যায়। এ অবস্থায় ছয় দিন সেখানে আটকা পড়ে থাকেন। কূপটির তলানিতে জমে থাকা সামান্য পানি পান করে তিনি ওই ছয় দিন বেঁচে ছিলেন।

সাহায্যের জন্য কান্নাকাটি করলেও গ্রামের কেউ তা শুনতে পাননি। অবশেষে সেখান দিয়ে গরু চরাতে যাওয়া এক গ্রামবাসী শুকনা কূয়াটিতে ভাঙা পা নিয়ে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

বালির দক্ষিণ কুতা এলাকার পুলিশপ্রধান ইউসাক আগুসটিনাস বলেন, শনিবার গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে কূপ থেকে যখন তাকে উদ্ধার করতে যাই, তখন তার অবস্থা খুবই খারাপ ছিল।

টানা ছয় দিন না খেতে পেরে আর ভাঙা পায়ের ব্যথায় একেবারে শুকিয়ে রোগা হয়ে গেছে তার দেহ। বালিতে বেড়াতে এসে লকডাউনের কবলে পড়ে দেশে ফিরতে পারেননি ওই ব্রিটিশ যুবক।

পরে স্ট্রেচারে করে উদ্ধারকর্মীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানেই তার চিকিৎসা চলছে। সূত্র: যুগান্তর।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *