আর্জেন্টিনায় গর্ভপাতকে বৈধ ঘোষণা

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক: গর্ভপাতকে বৈধতা দিয়েছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। স্থানীয় সময় বুধবার (৩০ ডিসেম্বর) দেশটির সিনেটের ভোটে গর্ভপাতকে বৈধ ঘোষণা করা হয়। খবর আল জাজিরার।

এদিন সকালে সিনেটে অনুষ্ঠিত ভোটে গর্ভপাতের পক্ষে ৩৮টি এবং বিপক্ষে ২৯টি ভোট পড়ে। ফলে এখন থেকে ১৪ সপ্তাহের আগেই গর্ভপাত করতে পারবেন নারীরা।

আইনে বলা হয়েছে, গর্ভাবস্থার ১৪ সপ্তাহের মধ্যে গর্ভপাত করা যাবে। অঞ্চলটিতে ক্যাথলিক গির্জার ব্যাপক প্রভাব অগ্রাহ্য করে আইনটি পাস করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেল ৪টায় শুরু হওয়া দীর্ঘ বিতর্কের পর বুধবার আইনটি পাস হয়। এ সময় হাজারো মানুষ এসে জাতীয় কংগ্রেস চত্বরে জড়ো হন। দীর্ঘদিন ধরে তারা এই অধিকার আদায়ের চেষ্টা করেছেন। রাজধানী বুয়েন্স আয়ার্সের সিনেট ভবনের পাশে উৎসবমুখোর পরিবেশ সৃষ্টি হয়।

এর আগেও গর্ভপাতকে বৈধতা দেয়ার অনেক দাবি উঠেছিল। কিন্তু ক্যাথলিক চার্চের প্রবল বাধার মুখে তা সম্ভব হয়নি। তবে শেষ পর্যন্ত লাতিন আমেরিকার প্রথম বড় কোনো রাষ্ট্র হিসেবে গর্ভপাতকে বৈধতা দিল আর্জেন্টিনা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *