বাঘায় ফেনসিডিল ব্যবসায়ীর বিরুদ্ধে যুবককে মারধর ও অটোরিকসা কেড়ে নেওয়ার অভিযোগ !

বিশেষ সংবাদ লীড

বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় ফেনসিডিল ব্যবসায়ীর বিরুদ্ধে যুবককে মাধরর ও অটো রিকসা কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বাড়ির পেছনে লুকিয়ে রাখা ফেনসিডিল চুরি করে নেয়ার সন্দেহে মারধর ও অটো রিকসা কেড়ে নেয়া হয় বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ সোমবার (৫-৮-১৯) ভোরে ভারতীয় নিষিদ্ধ ৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, রোববার রাত ১২ টার দিকে আলাইপুর গ্রামের সাদু প্রাং এর মাদক ব্যবসায়ী ছেলে মনি তার বাড়ির পেছনে ১ হাজার বোতল ফেনসিডিল লুকিয়ে রাখে। পরে সেগুলো কে বা কাহারা নিয়ে যায়। এই সন্দেহে মনি সহ তার দুই পাটনার একই গ্রামের আজিবরের ছেলে আমিরুল ও মহসিনের ছেলে বারীকে সাথে নিয়ে ওই গ্রামের বাবুল মুন্সির ছেলে মুরসালিনকে ফেনসিডিল চুরি সন্দেহে বেধড়ক মারধর করে। তাদের মারধরে আহত হয় মুরসালিন। একই কারণে ওই গ্রামের আলাল উদ্দিন এর ছেলে শিপনের ব্যাটারি চালিত আটোরিকসা কেড়ে নেয়। রোববার (৪-৮-১৯) রাতে উপজেলার সীমান্ত এলাকা আলাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বাঘা থানা অফিসার ইনচার্জ তদন্ত) আব্দুল ওয়াহাব জানান, মাদক ব্যবসায়ী মনির বাড়ি সংলগ্ন আলাইপুর স্কুলের পেছন থেকে পরিত্যাক্ত অবস্থায় ৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন। এছাড়াও হামলাকারি ওই তিন চোরাকারবারি- মনি, আমিরুল ও বারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (০৫-০৮-১৯) দুপুরে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে শিপনের আটোরিকসাটি ফেরত দেয়া হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *