হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশের ভ্যান থেকে পালাল ৪ আসামি, অতঃপর

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: যশোরের শার্শা উপজেলায় আমলা গ্রাম থেকে মাদকসহ আটক চার আসামি হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশের ভ্যান থেকে পালিয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার আমলা গ্রামে এ ঘটনা ঘটে।

পরে ৬ ঘণ্টা অভিযান চালিয়ে পুলিশ গোগার সেতাই গ্রাম থেকে ওই চার আসামিকে আটক করেছে।

আটক আসামিরা হলো– আমলা গ্রামের ওয়াহেদ হোসেনের ছেলে মামুন হোসেন (২৫), রেজাউল ইসলামের ছেলে শামীম ইসলাম (২৭), মোস্তফার ছেলে শাহাবউদ্দিন (৩০) ও আয়নাল হোসেনের ছেলে বিল্লাল হোসেন (৩২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শার্শা থানা পুলিশ সকালের দিকে আমলা গ্রামে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করে। এর পর তাদের পুলিশ ভ্যানে ওঠানো হয়।

থানায় নেয়ার সময় চার আসামি হ্যান্ডকাপসহ মাঝপথে পুলিশভ্যান থেকে লাফিয়ে পালিয়ে যায়। পরে পুলিশের বেশ কয়েকটি দল সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুপুর ২টার দিকে সেতাই গ্রাম থেকে তাদের আটক করে।

শার্শা থানার ওসি বদরুল আলম খান জানান, আসামি আটকের জন্য বিভিন্ন স্থানে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে, ৬ ঘণ্টা অভিযান শেষে দুপুরের দিকে পলাতক আসামিদের আটক করা হয়। সূত্র: যুগান্তর।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *