লেখক-গবেষক সৈয়দ আবুল মকসুদ আর নেই

জাতীয় লীড

স্বদেশবাণী ডেস্ক: বিশিষ্ট লেখক, গবেষক, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ আর নেই। আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি…রজিউন)।

সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করে মরহুমের ছেলে সৈয়দ নাসিফ মকসুদ সংবাদমাধ্যমকে জানান, ‘বিকালে বাবা হঠাৎ করে শ্বাসকষ্ট অনুভব করলে আমরা দ্রুতই তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসি। একটু আগে তিনি মারা গেছেন।’

সৈয়দ আবুল মকসুদ বাংলাদেশের রাজনীতি, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে নানা বই ও প্রবন্ধ লিখেছেন। বিখ্যাত সাহিত্যিক ও রাজনীতিবিদদের জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক প্রবন্ধও লিখেছেন তিনি। পাশাপাশি কাব্যচর্চাও করেছেন। তার রচিত বইয়ের সংখ্যা চল্লিশের অধিক। বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি ১৯৯৫ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

সৈয়দ আবুল মকসুদ একজন বাংলাদেশি সাংবাদিক, কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক ও লেখক। তিনি তার গবেষণাধর্মী প্রবন্ধের জন্য সুপরিচিত। তার প্রবন্ধসমূহ দেশের রাজনীতি, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *