স্বর্ণের বারসহ ইউপি সদস্য আটক

জাতীয় লীড

স্বদেশবাণী ডেস্ক: চুয়াডাঙ্গার জীবননগরের সীমান্তবর্তী এলাকা থেকে তিনটি স্বর্ণের বারসহ সীমান্ত ইউনিয়ন পরিষদের সদস্য ইস্রাফিল হোসেনকে আটক করেছে বিজিবি।

রোববার (৯ মে) রাত ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। গতকাল বিকেলে উপজেলার গয়েশপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ইস্রাফিল হোসেন ওরফে পুকু (৪৬) সীমান্ত ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য। তিনি গয়েশশপুর গ্রামের মৃত দৌলত হোসেনের ছেলে।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে জীবননগর উপজেলার গয়েশপুর স্কুলপাড়া মাঠের মধ্যে চোরাচালান বিরোধী অভিযান চালায় বিজিবি। এসময় স্বর্ণ চোরাচালানের অভিযোগে ইস্রাফিলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে তিনটি বিদেশি স্বর্ণেরবার (১ কেজি ৬৩ গ্রাম) উদ্ধার করা হয়। তার ব্যবহৃত মোটরসাইকেল ও নগদ ১৮ হাজার ২০ টাকা জব্দ করা হয়েছে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম আরও জানান, আটক আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *