ভারতে আড়াই মাস পর ৬০ হাজারের নিচে দৈনিক সংক্রমণ

জাতীয় লীড

স্বদেশবাণী ডেস্ক: ভারতে ৮০ দিন পর দৈনিক করোনা সংক্রমণ ৬০ হাজারের নিচে নামল। টিকাদানের ফলেই সংক্রমণ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

তবে করোনার বিরুদ্ধে সার্বিক প্রতিরোধ গড়ে তুলতে যে হরে টিকা দেওয়া প্রয়োজন, তা থেকে ভারত এখনও ঢের দূরে বলে মনে করছেন তারা। তবে সংক্রমণ কমলেও মৃত্যু থাকল দেড় হাজারের ওপরেই। খবর আনন্দবাজার পত্রিকার।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫৮ হাজার ৪১৯ জন। শেষ বার গত ৩১ মার্চ দেশে দৈনিক সংক্রমণ ৬০ হাজারের নিচে ছিল (৫৩,৪৮০)।

তার পর টানা ৮০ দিন পর দৈনিক সংক্রমণ এতটা নামল। এ পর্যন্ত ভারতে মোট সংক্রমিতের সংখ্যা দুই কোটি ৯৮ লাখ ৮১ হাজার ৯৬৫। বর্তমানে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা সাত লাখ ২৯ হাজার ২৪৩।

দৈনিক সংক্রমণ কমার পাশাপাশি সুস্থতায় বৃদ্ধিও আশা জোগাচ্ছে চিকিৎসক মহলকে। গত ২৪ ঘণ্টায় ৮৭ হাজার ৬১৯ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।

ভারতে মোট আক্রান্তের মধ্যে এ পর্যন্ত দুই কোটি ৮৭ লাখ ৬৬ হাজার ৯ রোগী করোনার প্রকোপ থেকে সুস্থ হয়ে উঠেছেন। এ ছাড়া লাগাতার দৈনিক সংক্রমণের চেয়ে দৈনিক সুস্থতা বেশি হওয়াও ভালো লক্ষণ বলে মনে করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *