বাগাতিপাড়ায় হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ

জাতীয় লীড

বাগাতিপাড়া প্রতিনিধি :
বাগাতিপাড়া পৌরসভাধীন “কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় নির্বাচিত ভাতাভোগীদের পৌরসভা পর্যায়ে হেলথ ক্যাম্প বাস্তবায়ন অনুষ্ঠান ২৬/০৮/২০১৯ ইং(সোমবার) সকালে উপজেলা জিমনেসিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবীবা খাতুনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) সাংসদ শহিদুল ইসলাম বকুল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ পিপিএ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হেলথ ক্যাম্প বর্তমান সরকারের অন্যতম উদ্যোগ। মাতৃকালীন, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা ভাতাসহ বিভিন্ন ভাতা এ সরকার চালু করছে। বর্তমান সরকার নারী বান্ধব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করে যাচ্ছে।প্রধান অতিথি তঁঁার বক্তব্যে বলেন, ১৮ বছরের নিচে কোন মেয়েকে বিবাহ দেয়া যাবে না। বাল্যবিবাহকে সকলে মিলে প্রতিরোধ করতে হবে। নারীরা আজ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।

এবছর বাগাতিপাড়া পৌরসভা এলাকায় ৪০০ জন উপকারভোগী মহিলাকে স্বাস্থ্য সামগ্রী ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *