শেরপুরে পৃথক অভিযানে ৭৪০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

জাতীয় লীড
শেরপুর জেলা প্রতিনিধিঃ গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) শেরপুর সদর উপজেলা ও নালিতাবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ৭৪০ পিস ইয়াবাসহ ৩ যুবককে আটক করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। পরদিন শুক্রবার দুপুরে মাদক আইনের মামলা দিয়ে থানা পুলিশের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এরা হলো- নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা গ্রামের কুদরত আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩০) এবং সদর উপজেলার সাপমারী গ্রামের সামিদুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (২৯) ও চরবয়রা গ্রামের ইয়াছিনের ছেলে শফিকুল ইসলাম (৩০)।
অন্যদিকে শেরপুর সদর উপজেলার হাওড়া গ্রামে অভিযান চালিয়ে ২৪০ পিস ইয়াবাসহ শহিদুল ইসলাম ও শফিকুল ইসলামকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা।
জানা যায়, বৃহস্পতিবার রাত পৌণে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়ার্ডন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের একটি দল নালিতাবাড়ী উপজেলার বারমারী বাজার সংলগ্ন আন্ধারুপাড়া শান্তির মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৫শ পিস ইয়াবাসহ আব্দুর রাজ্জাককে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
এ ব্যাপারে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়ার্ডন লিডার আশিক উজ্জামান জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত শেরপুরের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *