সড়ক দুর্ঘটনারোধ ও সচেতনতা বৃদ্ধিতে রাজশাহীতে তরুণদের প্রচারাভিযান শুরু

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: ‘আসুন আমরা সকলেই ট্রাফিক আইন জানি; ট্রাফিক আইন মেনে চলি, নিরাপদ চলাচল নিশ্চিত করি’ এ স্লোগানে ‘সড়কে দুর্ঘটনা এড়িয়ে নিরাপদে চলাচল নিশ্চিত করতে আমার সতর্কতা’ শীর্ষক গণসচেতনতা প্রচারাভিযান শুরু হয়েছে।

আজ রোববার রাজশাহীতে পাঁচ দিনব্যাপী এ প্রচারাভিযান শুরু হয়েছে। রাজশাহীর তরুণ সংগঠন ইয়্যাস (ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ) ও কমিউনিটি পুলিশিং-রাজপাড়া থানার যৌথভাবে এ প্রচারাভিযানের আয়োজন করেছে।

তরুণ সংগঠন ইয়্যাস (ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ)-এর ‘শহর আমার দায়িত্বও আমার’ গণসচেতনতা প্রচারাভিযানের অংশ হিসেবে আয়োজিত পাঁচ দিনব্যাপী এ প্রচারাভিযানে সার্বিক সহযোগিতা করছে রাজশাহী মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।

জাতিসংঘ ঘোষিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি ৩ ও ১১)’ বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে সড়ক দুর্ঘটনারোধে চালক-যাত্রী ও পথচারীসহ সকলের মাঝে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা ও সর্তকতা বৃদ্ধির লক্ষ্যে গণসচেতনতা প্রচারাভিযানটির আয়োজন করা হয়েছে।

আজ রোববার সকাল ৮টায় রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে গণসচেতনতা প্রচারাভিযানটি শুরু করা হয়। প্রচারাভিযানের প্রথমদিনে সকাল ৮টা হতে বেলা ১১টা পর্যন্ত প্রায় তিন ঘন্টা ব্যাপী সাহেববাজার জিরোপয়েন্টে বিভিন্ন শ্রেণী-পেশার পথচারী তথা জনগনকে দুর্ঘটনারোধে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন ও সর্তক করেন সংগঠনের তরুণরা। তরুণদের এ সচেতনতা প্রচারাভিযান পরিদর্শন করেন রাজশাহী মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার অনির্বান চাকমা।

এছাড়াও বেলা ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত প্রায় তিন ঘন্টাব্যাপী তারা নগরীর লক্ষ্মীপুর মিন্টুচত্বর ও কোর্ট স্টেশন বাইপাশ মোড় এলাকায় তারা প্রচারাভিযান পরিচালনা করেন। প্রচাভিযানের অংশহিসেবে তারা সাহেববাজার জিরোপয়েন্ট, লক্ষ্মীপুর মিন্টুচত্বর ও কোর্ট স্টেশন বাইপাশ মোড় এলাকার দৃশ্যমান স্থানে ট্রাফিক আইন বিষয়ে জনগনকে সচেতন ও সর্তকতামূলক তথ্যবোর্ড স্থাপন করে।

প্রচারাভিযানে রাজশাহীর তরুণ সংগঠন ‘ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র সভাপতি তরুণ নেতা শামীউল আলীম শাওন, কমিউনিটি পুলিশিং-রাজপাড়া থানার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, তরুণ সংগঠন ‘ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম আকাশ, কোষাধ্যক্ষ আতিকুর রহমান আতিক, পরিবেশ বিষয়ক সম্পাদক সুবাস কুমার শুভ, সদস্য রিনা খাতুন, আবির হোসেন প্রমুখ অংশগ্রহণ করেন।

প্রচারাভিযানে দ্বিতীয় দিনে সোমবার (২৫ নভেম্বর) সকাল ০৯:৪০মিনিট হতে ১০:২৫মিনিট পর্যন্ত নগরীর শহিদ এএইচএম কামরুজ্জামান চত্ত্বর রেলগেটে, সকাল ১০:৩০মিনিট হতে বেলা ১১:১৫মিনিট পর্যন্ত রাজশাহী রেলওয়ে স্টেশন চত্ত্বর – ঢাকা বাস টার্মিনাল চত্ত্বর এবং বেলা ১১:২৫ মিনিট হতে বেলা ১২.১৫মিনিট পর্যন্ত ভদ্রা মোড় এলাকায় বিভিন্ন শ্রেণী-পেশার পথচারী তথা জনগনকে দুর্ঘটনারোধে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন ও সর্তক করে তুলতে প্রচারভিযান পরিচালিত হবে।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *