কোরবানির পশু জবাইয়ের জন্য রাসিকের ২১০টি স্থান নির্ধারণ

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: কোরবানির পশু জবাইয়ের জন্য রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ২১০টি স্থান নির্ধারণ করেছে। নগরবাসীকে এসব নির্দিষ্ট স্থানে পশু জবাইয়ের আহবান জানানো হয়েছে নগর সংস্থার পক্ষ থেকে।

রাসিকের প্যানেল মেয়র-১ ও বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি সরিফুল ইসলাম বাবু বলেন, পবিত্র ঈদের দিন ২১০টি স্থানে পশু কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে। এসব স্থান থেকে পশু কোরবানির বর্জ্য পরিস্কার করারও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোরবানির দিন রাতের মধ্যেই ওই সব বর্জ্য পরিস্কার করা হবে।

তিনি বলেন, নির্ধারিত স্থানের বাহিরে কোরবানি হলে বর্জ্য অপসারণে সমস্যা হবে। তাই নির্ধারিত স্থানে কোরবানি করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন সরিফুল ইসলাম।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *