রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ গবেষণা একাডেমি‘র যাত্রা শুরু

রাজশাহী লীড

প্রেস বিজ্ঞপ্তি:
বাঙলা ও বাঙালির মহান মুক্তিযুদ্ধের চেতনায় মানবতাবাদী অসাম্প্রদায়িক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার জীবন ও কর্মসহ মুক্তিযুদ্ধের পঠন-পাঠনে ব্যাপক গবেষণা এবং মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করার উদ্দেশ্যে রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ গবেষণা একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের মেয়র দপ্তর কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ গবেষণা একাডেমি প্রতিষ্ঠা উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ গবেষণা একাডেমির ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্য পুত্র রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন উক্ত একাডেমির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন। একাডেমির কমিটিতে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিককে আহ্বায়ক এবং কবি আরিফুল হক কুমারকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক ড. তসিকুল ইসলাম রাজা ও বীর মুক্তিযোদ্ধা মো. নওশের আলী, সদস্য প্রফেসর তানবীরুল আলম, প্রফেসর গোলাম সাব্বির সাত্তার তাপু, প্রফেসর মো. মোকবুল হোসেন, শাহীন আকতার রেনী, এ্যাডভোকেট আসলাম সরকার, প্রফেসর ড. ফরিদা সুলতানা ও প্রফেসর সাবরিনা নাজ।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *