আবার যেন উত্তরবঙ্গে ‘মঙ্গা’ ফিরে না আসে: প্রধানমন্ত্রী

জাতীয় বিশেষ সংবাদ লীড

স্বদেশ বাণী ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উত্তরবঙ্গ যেহেতু মঙ্গা পিরিত এলাকা তাই করোনার কারণে আবার যেন সেখানে মঙ্গা ফিরে না আসে। এ বিষয়ে প্রশাসনসহ সবাইকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

সোমবার (৪ মে) সকাল ১১টায় গণভবনে রংপুর বিভাগের আট জেলার সঙ্গে ভি‌ডিও কনফা‌রেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সবাই মিলে কাজ করলে এ দুর্যোগ আমরা মোকাবিলা করতে পারবো। রংপুরে যা যা প্রয়োজন সব ব্যবস্থা নেব। এই অবস্থায় সবাই সবার পাশে দাঁড়াতে হবে। ইনশাল্লাহ আমরা এ দুর্যোগ কাটিয়ে উঠবো।

প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে সারা বিশ্বের অর্থনীতি থমকে দাঁড়িয়েছে। এর প্রভাবে দেশের মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করায় ভালো ফলাফল পাচ্ছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসারে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

দেশে করোনাভাইরাস মহামারি শনাক্তের পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে বিভিন্ন বিভাগের জেলাসমূহের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় আজ রংপুর বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *