স্বদেশবাণী ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোডে রবিবার রাত সাড়ে ১০ টায় যাত্রীবাহী চলন্ত একটি তিশা পরিবহনের বাসে আগুন লাগে। ঢাকা থেকে আসা তিশা বাসটি বিশ্বরোড গোলচত্বর পার হয়ে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে যাত্রীরা গাড়িতে আগুন টের পেয়ে সুর চিৎকার করার পর ড্রাইভার গাড়ি থামলে যাত্রীরা লাফিয়ে নেমে যায়।
খাটিহাতা হাইওয়ে থানার পুলিশ সরাইল ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গাড়িটির অনেক ক্ষতি হলেও কোন যাত্রী হতাহত হয়নি।
এসময় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল একঘন্টা বন্ধ ছিল। রাত সাড়ে ১১ টায় হাইওয়ে পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়। তবে আগুন লাগার কারন জানা যায়নি।
Spread the love