স্বদেশবাণী ডেস্ক: পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, লেপ তোষকের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে পার্শ্ববর্তী গ্যাস সিলিন্ডারের দোকানে তা ছাড়িয়ে পড়লে মুহূর্তে পুরো এলাকা আগুনের লেলিহান শিখায় ভরে যায়। স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
প্রাথমিকভাবে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় তিন কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।
Spread the love